বুকের ব্যথা নিয়ে বিএসএমএমইউয়ে ভর্তি হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন এ তথ্য জানিয়েছেন।
ভিসি বলেন, ওবায়দুল কাদেরের বুকে ব্যথা। ব্যথা নিয়ে তিনি বিএসএমএমইউ এসেছিলেন। পরে অবশ্য তার ব্যথা কমে গেছে। রুটিন চেকআপের জন্য সকাল ১০টার দিকে এসেছিলেন। ১০ সদস্যের মেডিকেল বোর্ড তাকে দেখে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছেন। তার অ্যাজমা আছে। আগামীকাল সকাল ১০টায় তাকে আবার দেখা হবে। তারপর পরবর্তী আপডেট জানানো হবে।
শারফুদ্দিন আহমেদ আরো বলেন, আজকে যে মেডিক্যাল বোর্ড গঠন করেছি তার নেতৃত্বে আমি ছিলাম। আমার সাথে ছিলেন আবু নাসির রিজভি, কার্ডিওলজি প্রফেসর ফজলুর রহমান, রেসপুরেটরি মেডিসিনের প্রফেসর আতিক রহমান, এন্ডোক্রনোলজির ফরিদুর রহমান, নেফ্রলজির নজরুল ইসলাম, মেডিসিনের প্রফেসর আরাফাত, প্রো-ভিসি এ কে এম মোশারফ ও জাহিদ হোসেন।
মো: শারফুদ্দিন আহমেদ বলেন, এখন পর্যন্ত ঝুঁকি আছে বলে আমরা মনে করি না। যদি কোনোরকম সমস্যা হয় পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে মঙ্গলবার সকালে বুকে ব্যথা নিয়ে রাজধানীর বিএসএমএমইউয়ে ভর্তি হন ওবায়দুল কাদের।