বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

তাবলীগ জামাতের বিরুদ্ধে সৌদি আরবের সিদ্ধান্ত; আমীরে হেফাজতের জোর প্রতিবাদ

সম্প্রতি সৌদি আরবে তাবলীগ জামাতের বিরুদ্ধে জুমার খুতবা প্রদানের জন্য রাজত্বের সব জুমা মসজিদের ইমামদের প্রতি প্রজ্ঞাপণ জারির তীব্র নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর, জামিয়া ইসলামিয়া বাবুনগরের মহাপরিচালক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী৷

আজ সোমবার (১৩ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, তাবলীগ জামাত বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক, নির্ভেজাল, দাওয়াতী জামাত ৷ উনবিংশ শতাব্দীতে দারুল উলূম দেওবন্দের এক সুযোগ্য সন্তান শায়খ মাওলানা ইলিয়াস রহ. এর হাতে এই জামাত প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বব্যাপী পাঁচ উপমহাদেশে ব্যাপক বিস্তার লাভ করে৷ এই জামাতের উদ্দেশ্য শুধুমাত্র মানুষদেরকে দ্বীনের প্রতি দাওয়াত দেওয়া, খালিস তাওহীদ প্রতিষ্ঠা ও সুন্নাতের অনুসরণের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা৷ পথহারা মানুষকে পথের দিশা দেওয়া ৷ বর্তমানে এই জামাত বিশ্বজুড়ে একটি ঈমানী ও দাওয়াতী আন্দোলনে রূপ লাভ করেছে ৷ আল্লাহর মেহেরবানীতে এই আন্দোলনের মাধ্যমে অগণিত পথহারা মানুষ সীরাতুল মুস্তাকীমের সন্ধান লাভ করতে সক্ষম হয়েছে৷

আমীরে হেফাজত আরো বলেন, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রহ. সহ প্রায় সকল মুরুব্বী দ্বীনের দাঈ, তাওহীদের বার্তাবাহক ছিলেন ৷ বেদাত -কুসংস্কার থেকে অনেক দূরে থাকতেন ৷ তাদের অনেকে হাদীসগ্রন্থের বড় বড় ব্যাখ্যাকারও বটে ৷

আল্লামা মুহিব্বুল্লাহ আরো বলেন, বর্তমানে সৌদি সরকার এই জামাতের বিরুদ্ধে কবর পূঁজা বা শিরকের যে অপবাদ দিচ্ছে তা আমাদের মতে জঘণ্য মিথ্যা অপবাদ ছাড়া আর কিছু নয় ৷ মূলত জামাতে তাবলীগ সম্পর্কে ভালভাবে জানা না থাকার কারণে এমনটা হয়েছে বলে আমাদের মনে হয় ৷ যা হোক, সৌদি আরবের সরকারের কাছে আমাদের অনুরোধ, তারা যেন বিষয় টা খতিয়ে দেখে এবং এমন কোন সিদ্ধান্ত না নেয় যা তাদের ন্যায়বোধকে বিশ্বদরবারে প্রশ্নবিদ্ধ করবে৷

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img