মঙ্গলবার | ৮ জুলাই | ২০২৫

তীব্র শীতে ৪ আফগান সেনার মৃত্যু

spot_imgspot_img

আফগানিস্তানের বাদাখশান প্রদেশে তাকিস্তান ও চীন সীমান্তের কাছে তীব্র শীতে ৮ সেনাসদস্য মারা গেছে।

পর্বতঘেরা ওই অঞ্চলটিতে প্রচণ্ড তুষারপাতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। এ অবস্থায় তাদের সীমান্ত পাহারা দিতে হচ্ছে। খবর আফগানিস্তান টাইমসের।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র সানাউল্লাহ রুহানি গণমাধ্যমকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এশকাশেম জেলায় গত শুক্রবার ওই সেনাসদস্যদের মৃত্যু হয়।

সীমান্তে টহলের অংশ হিসেবে শোজাদা জেলা থেকে এশকাশেম জেলায় আসার পথে ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়ে প্রচণ্ড ঠাণ্ডায় তাদের মৃত্যু হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img