গাজ্জা উপত্যকায় ১০ হাজারেরও বেশি বেসামরিক নিহত হওয়ার পরেও যুদ্ধবিরতি চুক্তি করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
তিনি বলেন, বিশ্বজুড়ে যখন মুসলিমদের উপর গণহত্যা চালানো হয় তখন জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো চোখ বন্ধ করে রাখে। এছাড়াও সংস্থাটির কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
রবিবার (১২ নভেম্বর) আরব লীগ ও ওআইসির শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন এরদোগান।
এরদোগান বলেন, “আমরা আবারও দেখলাম মুসলিমদের হত্যা করার সময় কিভাবে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো অকার্যকর ও অন্ধ হয়ে যায়।”
তিনি আরো বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে কাঠামো গ্রহণ করেছিল জাতিসংঘ তার আধুনিকীকরণের প্রয়োজন রয়েছে। পাশাপাশি স্থায়ী সদস্যপদ ও ভেটো ক্ষমতা ব্যবস্থার পরিবর্তন করা জরুরি। বিশ্বের জনগণ ও তাদের ভবিষ্যৎ শুধুমাত্র ভেটো ক্ষমতা সম্পন্ন পাঁচটি দেশের দয়ার উপর ছেড়ে দেওয়া যাবে না।”
এছাড়াও জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আবারো ‘ক্ষমতাহীন’ বলে অভিহিত করেছেন তিনি। সেই সঙ্গে গাজ্জা উপত্যকায় গণহত্যা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এরদোগান।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে এরদোগান বলেন, গাজ্জা শুধুমাত্র ফিলিস্তিনিদের অঞ্চল। এটি অবশ্যই আমেরিকাকে মেনে নিতে হবে। পাশাপাশি ছিটমহলে ইসরাইলি বর্বরতা বন্ধের জন্য তেল আবিবের উপর চাপ সৃষ্টি করতে হবে ওয়াশিংটনের।
অন্যদিকে, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার ক্ষেত্রে সমালোচনা করেছেন এরদোগান। তার মতে, হামাস কোন সন্ত্রাসী সংগঠন নয়, বরং তারা নিজেদের ভূমি রক্ষার জন্য লড়াই করছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর