নাশকতার মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে শহরের ইবি রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও (সদর থানা) আব্দুল হালিম বলেন, নাশকতার দুটি মামলায় আলমগীর হোসেন জুয়েলের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এ কারণে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করে বলেন, আগামী (৩ ডিসেম্বর) বিএনপির রাজশাহী বিভাগীয় জনসভাকে কেন্দ্র করে পুলিশ নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করেছে। আলমগীর হোসেন জুয়েলের মুক্তি দাবি করছি