জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ঝাং জুন আন্তর্জাতিক সম্প্রদায়কে আফগানিস্তানে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি জাতিসংঘকে আফগানিস্তানের সম্পদ অবমুক্ত এবং বিগত ২০ বছরে সেখানে বিদেশী সৈন্যদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নিতে বলেছেন।
গত শুক্রবার (১১ নভেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে আফগানিস্তান ইস্যু নিয়ে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
জাতিসংঘে চীনা প্রতিনিধি বলেন, আফগান জনগণের ভবিষ্যত তাদের নিজেদের হাতে থাকা উচিত।
তিনি আফগানিস্তানের জনগণের জন্য দেওয়া মানবিক সহায়তা নিয়ে রাজনীতিকরণের ঘটনায় নিন্দা জানান।
এছাড়াও চীনা প্রতিনিধি জানান, আগামী ডিসেম্বর থেকে আফগানিস্তানসহ ১০টি স্বল্পোন্নত দেশের ৯৮ শতাংশ শুল্কযোগ্য পণ্যগুলোর ওপর শূন্য শুল্ক প্রদান করবে তার দেশ।
সূত্র : সিজিটিএন ও বাখতার নিউজ এজেন্সি