বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের সাবেক কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার দায়ের করা ”ধর্ষণ মামলার” সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছে।
আজ রোববার সোনারগাঁও থানার দায়ের করা ওই মামলায় নারায়ণগঞ্জ আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। মাওলানা মামুনুল হককে আদালতে হাজির না করায় রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান আগামী ২৩ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
আদালত সূত্র জানান, পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মাওলানা মামুনুল হককে আদালতে হাজির করা সম্ভব হয়নি।
এদিন মামলার বাদী ঝর্ণার সাক্ষী দেওয়ার কথা ছিল। কিন্তু তিনিও আদালতে হাজিরা দেননি।
এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারকও ছুটিতে রয়েছেন। এ জন্য নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে শুনানি হয়েছে।
এর আগে ঝর্নার দায়ের করা এ মামলায় ৩ নভেম্বর আদালতে অভিযোগ গঠন (চার্জ) করা হয়েছে।