বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে যে, শনিবার রাত তিনটায় বিএনপি চেয়ারপারসনকে সিসিইউতে ভর্তি করা হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে।
গতকাল বিকেল পৌনে ৬টায় গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়। এর আগে ১২ অক্টোবর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে ২৫ অক্টোবর তার ছোট একটি অস্ত্রোপচার করা হয়। এরপর করা হয় বায়োপসি।
উল্লেখ্য, টানা প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর গত ৭ নভেম্বর বিকেলে হাসপাতাল ছাড়েন খালেদা জিয়া।