ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরাইলকে সমর্থন দেওয়ায় ভারতের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত দখরদার ইসরাইলী রাষ্ট্রদূত নাওর গিলন।
শুক্রবার (১৩ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গিলন বলেন, শনিবার টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী যেভাবে এই যুদ্ধের নিন্দা জানানোর পাশাপাশি ইসরায়েলের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন, আমরা তা কখনও ভুলব না।
বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করেছিলেন দখরদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। সেই ফোনালাপে মোদি জানান, ভারত যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও তৎপরতার বিরোধী।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে ফোনকলের মাধ্যমে যুদ্ধের হালনাগাদ তথ্য প্রদানের ইসরাইলের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ইসরাইল ও সেখানকার জনগণের এই কঠিন সময়ে ভারতের জনগণ দৃঢ়ভাবে তাদের পাশে আছে। ভারত বরাবরই সব রকম সন্ত্রাসী কর্মকাণ্ড ও তৎপরতার ঘোর বিরোধী।
সাক্ষাৎকারে গিলন জানান, হামাসের হামলার পর থেকে ভারতের অনেক মন্ত্রী, সরকারী কর্মকর্তা ও ব্যবসায়ী গিলনকে ফোন করে ইসরাইলের প্রতি সমর্থন জানিয়েছেন।