বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

কয়েক শত শিশুকে নির্মমভাবে হত্যা করেছে ইসরাইল: জাতিসংঘ

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় বোমা হামলা করে কয়েক শত শিশুকে নির্মমভাবে হত্যা ও হাজারো শিশুকে আহত করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী সেনাবাহিনী। এছাড়াও প্রতি ঘন্টায় এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের একটি বিশেষ সংস্থা আন্তর্জাতিক জরুরী শিশু তহবিল।

ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার এক বিবৃতিতে অবিলম্বে শিশু হত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “ছবি ও তার পেছনের ঘটনা গুলো পরিষ্কার: শিশুরা ভয়ানকভাবে দগ্ধ ও অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোও অন্ধকারাচ্ছন্ন।”

এছাড়াও যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে ইউনিসেফ। পাশাপাশি গাজ্জায় বন্দী ইসরাইলী শিশুদেরও নিরাপদে রাখার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য; গাজ্জায় ইসরাইলী বাহিনীর হামলায় ৫৮৩ জন শিশু শহীদ হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও প্রায় ২ হাজার শিশু মারাত্মকভাবে আহত হয়েছে।

সূত্র: সিএনএন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img