সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তাহসিন (১৬) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাহসিনের আরও দুই বন্ধুকে।
শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে সমুদ্র কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। তারা সবাই কুমিল্লার কাসেমুল উলুম মাদ্রাসার ছাত্র।
আহত অবস্থায় উদ্ধার হওয়া রিফাত জানান, তারা সকালে কক্সবাজার পৌঁছে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। এ সময় অসতর্কতার কারণে পানির ঢেউ এর সঙ্গে ভেসে যায় তার বন্ধু তাহাসিন। এ অবস্থায় রিফাত ও ফয়সালকে উদ্ধার করে কর্মরত বিচকর্মীরা।
রিফাত আরও জানান, তারা চার বন্ধু কক্সবাজার বেড়াতে এসেছিল। তারা সবাই কুমিল্লার কাসেমুল উলুম মাদ্রাসার ছাত্র।
কক্সবাজার সমুদ্র সৈকতের দায়িত্বরত বিচকর্মী মাহবুবুল আলম গণমধ্যমকে জানান, সকালে চার বন্ধু কুমিল্লা থেকে কক্সবাজার পৌঁছেন। এ সময় তারা হোটেলে না উঠে সরাসরি কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসেন। পরে এক বন্ধুকে তাদের প্রয়োজনীয় কাপড়-চোপড় ও ব্যাগ দিয়ে তিন বন্ধু গোসলে নামে। গোসল করা অবস্থায় সাগরের প্রবল ঢেউয়ে তাহসিন ভেসে যায়। পরে তার দুই বন্ধুর অবস্থান লক্ষ্য করতে পেরে বিচকর্মীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আহত অবস্থায় উদ্ধার হওয়া দুই বন্ধু হলেন কুমিল্লা সদর দক্ষিণের মুখদাও এলাকার আবুল হোসেনের ছেলে ফয়সাল (১৬) ও হাবিবুর রহমানের ছেলে রিফাত (১৬)।
ট্যুরিস্ট পুলিশ জানান, নিখোঁজ তাহসিনকে উদ্ধারে সি সেইফ লাইফ গার্ড বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
পুলিশ আরও জানায়, কুমিল্লা থেকে বেড়াতে আসা এই চার বন্ধুর মধ্যে একজন পালিয়ে গেছে। দুই জন ট্যুরিস্ট পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা।