আমেরিকার নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে সন্ত্রাসী হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ ৫ জন গুলিতে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রেলিগে শহরে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, রেলিগে হামলার ঘটনায় যে পুলিশ সদস্য নিহত হয়েছেন, তিনি ছুটিতে ছিলেন। হামলায় আহত হয়েছেন তিনজন। তাদের মধ্যেও একজন পুলিশ সদস্য রয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।