শনিবার, অক্টোবর ৫, ২০২৪

ঢাকা বিমানবন্দর থানার ওসিসহ ২ পুলিশের বিরুদ্ধে মামলা

বাদীর স্বামীকে নির্যাতন করায় রাজধানীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী ও উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসাইনের বিরুদ্ধে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করা হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুর কায়েশের আদালতে এ মামলাটি করেন সাহেল সুলতানা সোমা।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, বাদীর স্বামী শামীম হোসাইন ও জনৈক আসাদকে বিমানবন্দর থানার একটি মামলায় গত ১০ অক্টোবর হেফাজতে নিয়ে যাওয়া হয়। পরে ওসি বি এম ফরমান আলী ও এসআই মাহবুব হোসাইনের নির্দেশে তার স্বামী শামীম ও জনৈক আসাদকে লাঠি দিয়ে পিটিয়ে স্বীকারোক্তি আদায়ের জন্য নির্যাতন করে আহত করা হয়। বর্তমান শামীম ও রাসেল জেলহাজতে আছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img