রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

এই অস্বাভাবিক চায়না ভাইরাসকে আমি পরাস্ত করেছি: ট্রাম্প

করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার এক সপ্তাহের বেশি সময় পরে, প্রেসিডেন্ট ট্রাম্প, নিজেকে “খুব ভালো অবস্থায়” আছেন বলে দাবী করেন এবং বলেন তিনি আর কোনো ওষুধ নিচ্ছেন না।

ফক্স নিউজ চ্যানেলের, রবিবাসরীয় ‘মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে টেলিফনে সাক্ষাৎকারে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,”এই অস্বাভাবিক চায়না ভাইরাসকে আমি পরাস্ত করেছি, মনে হচ্ছে আমি ভাইরাসমুক্ত হয়েছি, দীর্ঘকালের জন্য বা স্বল্পকালের অথবা আমি সারা জীবনের জন্য ভাইরাসমুক্ত হয়েছি”I

তবে সাক্ষাৎকারের সময় উপস্থাপিকা,মারিয়া বারতিরোমো, তাঁর পরীক্ষার ফলাফল ‘নেগেটিভ’ এলো কিনা সঠিকভাবে তা জিজ্ঞাসা করেন নি। যুক্তরাষ্ট্রে যে ভাইরাস সংক্রমণে ২,১৪,০০০ ‘র বেশি লোক প্রাণ হারিয়েছেন এবং জন হপকিন্স’র হিসাব অনুযায়ী, ৭০ লক্ষের অধিক জনগণ সংক্রমিত হয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img