গাজ্জায় দীর্ঘকাল ধরে যুদ্ধ চলতে থাকার প্রেক্ষাপটে এক হাজারেরও বেশি ইসরাইলি সেনা ইস্তফা দেয়ার আবেদন জানিয়েছে।
ইসরাইলি সংবাদ মাধ্যমগুলো এই তথ্য ফাঁস করে জানিয়েছে, আবেদনকারীদের মধ্যে রয়েছে বিভিন্ন পদ-মর্যাদার অধিকারী অফিসার বা সেনা-কর্মকর্তা।
ওই সংবাদ মাধ্যমগুলো বলেছে, ব্যাপক বিক্ষোভ ও নৈরাজ্য দেখা দেয়ার ভয়ে ইসরাইলের সশস্ত্র বাহিনী এই সেনাদের পদত্যাগ বা ইস্তফার আবেদনের খবর গোপন রেখেছে।
সম্প্রতি ৮ হাজার ২০০ নম্বর ইউনিট নামের ইসরাইলি সেনা গোয়েন্দা বিভাগের প্রধান পদত্যাগ করেছেন। ইসরাইলি সেনা কর্মকর্তারা এর আগেও জানিয়েছেন যে ইসরাইলি সশস্ত্র বাহিনী ব্যাপক সেনা-ঘাটতির সংকটে রয়েছে।
সেনা সংখ্যার ঘাটতির কারণে ইসরাইলি কর্তৃপক্ষ রিজার্ভ সেনাদের যুদ্ধে যোগ দিতে বলেছে।
সূত্র : পার্সটুডে