শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

এক হাজারেরও বেশি ইসরাইলি সেনা পদত্যাগের আবেদন জানিয়েছে

গাজ্জায় দীর্ঘকাল ধরে যুদ্ধ চলতে থাকার প্রেক্ষাপটে এক হাজারেরও বেশি ইসরাইলি সেনা ইস্তফা দেয়ার আবেদন জানিয়েছে।

ইসরাইলি সংবাদ মাধ্যমগুলো এই তথ্য ফাঁস করে জানিয়েছে, আবেদনকারীদের মধ্যে রয়েছে বিভিন্ন পদ-মর্যাদার অধিকারী অফিসার বা সেনা-কর্মকর্তা।

ওই সংবাদ মাধ্যমগুলো বলেছে, ব্যাপক বিক্ষোভ ও নৈরাজ্য দেখা দেয়ার ভয়ে ইসরাইলের সশস্ত্র বাহিনী এই সেনাদের পদত্যাগ বা ইস্তফার আবেদনের খবর গোপন রেখেছে।

সম্প্রতি ৮ হাজার ২০০ নম্বর ইউনিট নামের ইসরাইলি সেনা গোয়েন্দা বিভাগের প্রধান পদত্যাগ করেছেন। ইসরাইলি সেনা কর্মকর্তারা এর আগেও জানিয়েছেন যে ইসরাইলি সশস্ত্র বাহিনী ব্যাপক সেনা-ঘাটতির সংকটে রয়েছে।

সেনা সংখ্যার ঘাটতির কারণে ইসরাইলি কর্তৃপক্ষ রিজার্ভ সেনাদের যুদ্ধে যোগ দিতে বলেছে।

সূত্র : পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img