মঙ্গলবার, মে ১৪, ২০২৪

বিশ্বে প্রভাব বাড়েছে করোনার

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। আক্রান্ত হয়েছেন আরো চার লাখ ৬২ হাজার ৪৬৯ জন। মারা গেছেন ৯৭০ জন।

সোমাবার (১৪ জুন) আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২৯ হাজার ৯৪৬ জন। মারা গিয়েছিলেন ৫৫৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ কোটি ১০ লাখ ৩৩ হাজার ৯৯০ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৩২ হাজার ৪৮২ জনে। আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫১ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার ৭৮০ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৭৪ লাখ ২৪ হাজার ৮৪৬ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৩৬ হাজার ৮৪ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩২ লাখ ৩৫ হাজার ২৪১ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৭৭১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ১৪ লাখ ৯৭ হাজার ৩৮ জন। ছয় লাখ ৬৮ হাজার ২৩০ জন মারা গেছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img