মঙ্গলবার, মে ১৪, ২০২৪

কুমিল্লা নগর সরকার নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল

আগামীকাল কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। মধ্যরাতে শেষ হয়েছে প্রচারণা। ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে টানা ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী।

২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। ১০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৯টি অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে অন্তত ৬-৭ জন পুলিশ সদস্য, ২০ জন পুরুষ ও মহিলা আনসার সদস্য, কেন্দ্রের বাইরে পুলিশের একটি মোবাইল টিম ও প্রতিটি কেন্দ্রের জন্য বাহিরে একজন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স হিসাবে টহল দেবে। এছাড়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে মোবাইল টিম। একইদিনে ১১টি জেলায় ১শ’ ৩৪টি ইউনিয়ন এবং ৫টি পৌরসভায় ভোটগ্রহণ হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img