নাটোরের বাগাতিপাড়ায় ৪৫০ পরিবারের মাঝে বিএনপির উদ্যেগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণকালে কর্মহীন হয়ে পড়া গরীব দুস্থ মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে বাগাতিপাড়া গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি লেনিনের উদ্যোগে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, দেওয়ান শাহিন প্রমুখ।