মঙ্গলবার, জুন ১৭, ২০২৫

এবার করোনার টিকা বানানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান

spot_imgspot_img

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ভাইরাসটির এক ডোজের টিকা বানানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির বৈজ্ঞানিক কর্মকর্তারা এই টিকা তৈরির উদ্যোগ হাতে নিয়েছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের (এনআইএইচ) নির্বাহী পরিচালক মেজর জেনারেল আমির ইকরাম তার দেশের জাতীয় স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটিকে জানিয়েছেন, শিগগিরই করোনারোধী টিকা তৈরির কাজে হাত দেবেন তারা।

এ বিষয়ে মেজর জেনারেল আমির ইকরাম বলেন, চীনের ক্যানসিনোবায়ো ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিয়েছিল পাকিস্তান। চীনকে ইতোমধ্যে ভ্যাকসিনটির প্রযুক্তি পাঠানোর অনুরোধ জানিয়েছে পাকিস্তান। চলতি মাসেই ভ্যাকসিনের কাঁচামাল পাকিস্তানে পৌঁছাবে।

তিনি আশা করেন, চলতি এপ্রিলের শেষ দিকে ভ্যাকসিন প্রস্তুতকরণে ব্যবস্থা নিতে পারবেন তারা। এর জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম ও রাসায়নিক সংগ্রহ করেছে এনআইএইচ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img