আমেরিকার বৃহত্তম শহর নিউ ইয়র্ক এর ব্রুকলিনে অবস্থিত মসজিদ আল আমানে পবিত্র রমজানুল কারীমের তারাবীহর নামাজের ইমামতি করছেন আল মারকাযুল হানাফী বাংলাদেশ এর পরিচালক ও জনপ্রিয় ওয়ায়েজ মুফতী নোমান কাসেমী।
১৪৪২ হিজরি সনের পবিত্র রমজানুল কারীমের পুরো মাস জুড়েই তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
তারাবীহ এর নামাজের পাশাপাশি তাফসীর, জুম’আ ও ঈদের নামাজের ইমামতিও করবেন তিনি।
মুফতী নোমান কাসেমী ইতঃপূর্বে বিভিন্ন কনফারেন্সের উদ্দেশ্যে আরো দুইবার আমেরিকায় গমন করেছেন। এছাড়াও ২০১৫ সালে জাপানের টোকিও মদীনা মসজিদে তারাবীহর নামাজ পড়িয়েছেন জনপ্রিয় এ আলেম।