শনিবার, অক্টোবর ১২, ২০২৪

নিউ ইয়র্কের আল আমান মসজিদে তারাবীহর নামাজ পড়াচ্ছেন মুফতী নোমান কাসেমী

আমেরিকার বৃহত্তম শহর নিউ ইয়র্ক এর ব্রুকলিনে অবস্থিত মসজিদ আল আমানে পবিত্র রমজানুল কারীমের তারাবীহর নামাজের ইমামতি করছেন আল মারকাযুল হানাফী বাংলাদেশ এর পরিচালক ও জনপ্রিয় ওয়ায়েজ মুফতী নোমান কাসেমী।

১৪৪২ হিজরি সনের পবিত্র রমজানুল কারীমের পুরো মাস জুড়েই তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

তারাবীহ এর নামাজের পাশাপাশি তাফসীর, জুম’আ ও ঈদের নামাজের ইমামতিও করবেন তিনি।

মুফতী নোমান কাসেমী ইতঃপূর্বে বিভিন্ন কনফারেন্সের উদ্দেশ্যে আরো দুইবার আমেরিকায় গমন করেছেন। এছাড়াও ২০১৫ সালে জাপানের টোকিও মদীনা মসজিদে তারাবীহর নামাজ পড়িয়েছেন জনপ্রিয় এ আলেম।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img