বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জায় জাতিসংঘের স্কুল ধ্বংস করে আনন্দে মাতলো ইসরাইলী সেনারা

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আশ্রয়স্থল ও সামরিক ঘাঁটি সন্দেহে জাতিসংঘের ত্রাণ ও সহায়তা বিভাগের একটি স্কুল ধ্বংস করে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) উত্তর গাজ্জার বাইতে হানুনে অবস্থিত স্কুলটি ধ্বংসের একটি ভিডিও প্রকাশ করে ইসরাইলী সেনারা।

ভিডিওতে দেখা যায় যে, বড় ধরণের বিস্ফোরণের মাধ্যমে জাতিসংঘের ত্রাণ ও সহায়তা বিভাগ ইউএনআরডাব্লিউর স্কুলটিকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ধ্বংসযজ্ঞ পরিচালনাকারী ডজন খানেক ইসরাইলী সেনা দূরে অবস্থান নিয়ে আনন্দ প্রকাশ করছে।

উল্লেখ্য, আমেরিকা ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় ইসরাইল পরিচালিত গাজ্জায় গণহত্যায় এখন পর্যন্ত ১৮ হাজার ৪১২ জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছে।

এছাড়া তাদের ভয়াবহ নৃশংসতা ও বর্বরতার শিকার ৫০ হাজার ১০০ ফিলিস্তিনি উপযুক্ত চিকিৎসা না পেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। কেননা, হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতে বোমা হামলা চালিয়ে গাজ্জার চিকিৎসা ও স্বাস্থ্যখাতের সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। মেডিকেল, মানবিক সহায়তা ও জ্বালানি প্রবেশে তারা সীমাবদ্ধতা আরোপ করে রেখেছে। উন্নতমানের ওষুধ ও চিকিৎসা সামগ্রী প্রবেশের ক্ষেত্রেও দিয়ে রাখা হয়েছে নিষেধাজ্ঞা।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img