অশ্লীল ফোনালাপ ফাঁস ও চিত্রনায়িকাকে ধর্ষণের হুমকির ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগকারী সদ্য সাবেক মুরাদ হাসানের সংসদ সদস্য থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট পিটিশনের বিষয়ে হাইকোর্ট বলেছেন, এটি জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব।
সোমবার (১৩ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুহাম্মাদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
তবে সংক্ষুব্ধ যে কোনো ব্যক্তি মুরাদ হাসানের সদস্যপদ চ্যালেঞ্জ করে সংসদের স্পিকারের কাছে আবেদন করতে পারেও বলে জানিয়েছে হাইকোর্ট।