হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছে খেলাফত মজলিস।
রবিবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের আল্লামা কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী একজন প্রথিতযশা আলেমে দ্বীন, প্রাজ্ঞ রাজনীতিবিদ, ইসলামী আন্দোলনের নেতা হিসেবে দেশ, জাতি ও ইসলামের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জনগণের হৃত অধিকার পুনরুদ্ধারের চলমান রাজনৈতিক আন্দোলন, ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলন, দীনি শিক্ষার প্রচার প্রসারে আল্লামা কাসেমীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রদত্ত শোক বাণীতে খেলাফত মজলিস নেতৃদ্বয় মরহুম আল্লামা কাসেমীর রুহের মাগফিরাত ও তার জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করে মহান আল্লাহর দরবারে দুআ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।