বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জায় পৌঁছাল সৌদি আরবের ত্রাণবাহী ট্রাক

ফিলিস্তিনিদের জন্য পাঠানো সৌদি আরবের প্রথম ত্রাণবাহী ট্রাক গাজ্জায় পৌঁছেছে।

রোববার (১২ নভেম্বর) রাফাহ সীমান্ত দিয়ে ত্রাণবাহী ট্রাক গাজ্জায় প্রবেশ করে। সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজ্জাবাসীদের জন্য পাঠানো ওই মানবিক সহযোগিতার মধ্যে রয়েছে- খাবার ও আশ্রয়ের সরঞ্জাম।

গত সপ্তাহে ফিলিস্তিনিদের সহযোগিতার জন্য জাতীয়ভাবে ক্যাম্পেইন পরিচালনা করে সৌদি সরকার। ওই ক্যাম্পেইন পরিচালনার দায়িত্বে ছিলেন বাদশা সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান।

এদিকে গাজ্জাবাসীদের জন্য সৌদির পাঠানো ত্রাণবাহী বিমানের চতুর্থ চালান মিশরের এল-আরিশ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অব্যাহতভাবে ফিলিস্তিনি জনগণকে মানবিক সহযোগিতা দিয়ে যাবে।

সূত্র : আরব নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img