সম্প্রীতি বিনষ্টকারীরা মানবতাবিরোধী অপকর্মে লিপ্ত বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
শুক্রবার (১২ নভেম্বর) প্রতিমন্ত্রী মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে মাদারীপুর জেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতা সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে আন্তঃধর্মীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের মাঝে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হবে। এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, সম্প্রীতি বিনষ্টকারীরা মানবতাবিরোধী অপকর্মে লিপ্ত। তারা কোনও ধর্মেরই অনুসারী নয়। সম্প্রীতি বিনষ্টকারীদের কোনও ধর্ম নেই। হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অশুভ উদ্দেশ্যে তারা ধর্মীয় উন্মাদনা তৈরি করে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করে। এসব অপতৎপরতা বন্ধে ইমাম, আলেম-ওলামাসহ সকল ধর্মীয় নেতাদেরকে নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ফরিদুল হক খান বলেন, প্রাক-প্রাথমিক পর্যায়ে শিশুদের মধ্যে নৈতিকতা ও অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন বিষয়ে সচেতনতা তৈরি করার লক্ষ্যে মসজিদ, মন্দির ও প্যাগোডা ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও শিক্ষা প্রদান করা হবে।