কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের ছোড়া গোলায় ৭ জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর অন্তত ৪ সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন। খবর এনডিটিভি’র।
শুক্রবার ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের গুরেজ থেকে উরি সেক্টরের নিয়ন্ত্রণ রেখার (এলএসি) একাধিক এলাকায় পাকিস্তানের গোলাবর্ষণ করলে এই হতাহতের ঘটনা ঘটে।
পাক বাহিনীর গোলার আঘাতে আরও বেশ কয়েকজন ভারতীয় সৈন্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছে।