উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, প্রখ্যাত ইসলামী রাজনীতিবিদ শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.কে নিয়ে ‘বরেণ্যদের চোখে শাইখুল হাদীস’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
মোড়ক উন্মোচন উপলক্ষে গতকাল (১২ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় রাহমানিয়া ছাত্র মিলনায়তনে ”আল্লামা আজিজুল হক রহ.-এর জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, আল্লামা নুর হোসাইন কাসেমী, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, আল্লামা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা ইসমাঈল নূরপুরী, মাওলানা বাহাউদ্দীন আহমাদ গাজীপুরী,মাওলানা মুফতী আরশাদ রাহমানী, মাওলানা আবুল কালাম, মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরী, মাওলানা লিয়াকত আলী, মাওলানা মুফতী আশরাফুজ্জামান, মাওলানা শরীফ মুহাম্মাদ সম্পাদক, মাওলানা যাইনুল আবেদীন, মুফতী এনায়েতুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মামুনুল হক।