গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর বোমাবর্ষণের প্রতিবাদে ফিলিস্তিনের রাজধানী পূর্ব জেরুসালেম এবং পশ্চিমতীর এলাকার সাধারণ ফিলিস্তিনিদের বিক্ষোভের ডাক দিয়েছে হামাস। বিক্ষোভ সমাবেশের স্থান হিসেবে পবিত্র আল আকসা মসজিদ চত্বরের নাম উল্লেখ করেছে হামাস।
গত ৭ অক্টোবর শনিবার ভোররাতে ইতিহাসে প্রথম বারের মতো ইসরাইলে ঢুকে আক্রমণ করে হামাস যোদ্ধারা। এই ঘটনার প্রতিক্রিয়ায় গাজ্জা উপত্যকায় ওই দিনই বিমান হামলা শুরু করে ইসরাইলের বিমানবাহিনী।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৬ দিনে গাজা উপত্যকায় অন্তত ৬ হাজার বোমা ফেলা হয়েছে।
দু’পক্ষের যুদ্ধে শনিবার থেকে এ পর্যন্ত নিহত ও শহীদের সংখ্যা ২ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। এই নিহতদের মধ্যে ইসরাইলী ও অন্যান্য দেশের নাগরিক রয়েছেন ১ হাজার ৩ শতাধিক, আর গাজ্জা ভূখণ্ডে শহীদ হয়েছেন ১ হাজার ৫ শতাধিক মানুষ।
সূত্র : রয়টার্স