গাজ্জা উপত্যাকা জুড়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক অবকাঠামো “কার্যকর প্রতিরক্ষা” করতে সক্ষম ও তা ইসরাইলি বাহিনী কখনো চোখে দেখেনি বলে জানিয়েছে সংগঠনটির সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) মুখপাত্র আবু ওবেদা এক ভিডিও বার্তায় এ বিষয়ে বলেন।
তিনি আরো বলেন, “স্থল দিক দিয়ে ইসরাইলি বাহিনী গাজ্জায় আক্রমণ করলে তা প্রতিরোধ করতে সক্ষম আমরা।”
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধের সপ্তম দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত গাজ্জার অভ্যন্তরে ঢুকে সামরিক অভিযান পরিচালনা করেনি দখলদার ইসরাইলি বাহিনী। গাজ্জা উপত্যকার সীমান্ত জুড়ে সৈন্য ও সামরিক সরঞ্জাম জড়ো করলেও শুধুমাত্র আকাশ থেকে বোমাবর্ষণ করছে তেল আবিব।
আবু ওবেদা বলেন, “আল্লাহ তায়ালার সাহায্য প্রতিরক্ষার দিক থেকে পুনরায় আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। শত্রুদের স্থলপথে আক্রমণ, আমাদের বিকল্প নতুন ব্যবস্থাগুলো সক্রিয় করবে যা শত্রুকে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে ফেলে দেবে।”
উল্লেখ্য; গাজ্জা উপত্যকায় গত ৬ দিনে ৪ হাজার টন ওজনের মোট ৬ হাজার বোমা আকাশ পথে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলী প্রতিরক্ষা বাহিনী।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এসব বোমার আঘাতে ১ হাজার ৫৩৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। আহত হয়েছে ৬ হাজার ৬১২ জন।
সূত্র: আল জাজিরা