গত সপ্তাহে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে আজারবাইজানের সড়কে সেদেশের জনগণকে পাকিস্তান ও তুরস্কের পতাকা ওড়াতে দেখা গেছে। এতে দেখা যায় দেশটির কোন এক নগরীতে তিনটি গাড়িতে চড়ে যুবকরা পাকিস্তান ও তুরস্কের পতাকা দোলাতে দোলাতে যাচ্ছে।
পাশের কোন বাড়ি থেকে হয়তো ছোট্ট এই ভিডিও ক্লিপটি তোলা। যুবকদের এভাবে পতাকা দোলানো মূলত পাকিস্তান ও তুরস্কের প্রতি তাদের ভালোবাসার প্রকাশ। আর্মেনিয়ার সঙ্গে সাম্প্রতিক সংঘাতি আজারবাইজানকে জোরালো সমর্থন দেয় পাকিস্তান ও তুরস্ক।
পাকিস্তানের প্রতি এরকম ভালোবাসা প্রকাশের ছবি গত মাস থেকেই সোস্যাল মিডিয়ায় ঘুরছে।
চলতি মাসের গোড়ার দিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ পাকিস্তানকে ধন্যবাদ জানান তার দেশের প্রতি সমর্থন প্রকাশের জন্য।
এক ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট পাকিস্তানের প্রশংসা করে বলছেন: আর্মেনিয়ার বিরুদ্ধে ন্যায্য লড়াইয়ে সারা বিশ্বের বন্ধুপ্রতীম দেশগুলোর সমর্থন আজারবাইজানের জন্য অতীব জরুরি।
সূত্র: জিভিএস