পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে মন্ত্রীর পিএস হুমায়ুন কবির নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান করোনা পজিটিভ। সোমবার তার করোনা পজিটিভ হওয়ার তথ্য নিশ্চিত হওয়া যায়। তার তেমন কোনো শারীরিক সমস্যা নেই। তবে বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় তিনি সিএমএইচে ভর্তি হন।
তার আশু রোগ মুক্তির জন্য তিনি দেশবাসীসহ সবার কাছে দুআ চেয়েছেন।