কক্সবাজার সদর উপজেলায় পাহাড় ধসে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঝিলংঝা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আঁখি মনি (২৬) এবং তার দুই মেয়ে মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভারী বর্ষণে ডিককুল এলাকায় পাহাড়ধসে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন, স্থানীয় ঝিলংঝা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান।