রবিবার, মে ১৯, ২০২৪

পাকিস্তানের ‘এরদোগান হাসপাতাল’ নিয়ে নতুন পরিকল্পনা দেশটির সরকারের

রজব তাইয়্যেব এরদোগান ট্রাস্টের অর্থায়নে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মোজাফফরগড় শহরে নির্মিত হাসপাতালে  এবার একটি আধুনিক নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন পাঞ্জাবের তত্ত্বাবধায়ক চিফ মিনিস্টার মহসিন নকভি।

২০১৪ সালে নির্মিত হাসপাতালটির নাম ‘রজব তাইয়্যেব এরদোগান হসপিটাল’। যদিও পাকিস্তানের মানুষের কাছে ‘তুর্কি হাসপাতাল’ নামেই এটির পরিচিতি বেশি। হাসপাতালটি মোজাফফরগড় ও তার আশেপাশের শহরের অসুস্থ রোগীদের সেবা প্রদান করে বেশ শুনাম কামিয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) চিফ মিনিস্টার মহসিন নকভি হাসপাতালটি পরিদর্শন কালে এতে আধুনিক নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার ঘোষণা দেন।

তিনি সাংবাদিকদের বলেন, “আমি এটা দেখে খুবই আনন্দিত যে গত কয়েক বছর ধরে হাসপাতালটি আন্তর্জাতিক মান অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছে।”

তিনি আরো বলেন, পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় এরকম আরো হাসপাতাল নির্মাণ করবে প্রাদেশিক সরকার।

২০১৪ সালে নির্মিত এ হাসপাতালটি ৬০ টি শয্যা কক্ষ নিয়ে তার কার্যক্রম শুরু করলেও বর্তমানে এতে ৫০০টি শয্যা কক্ষ রয়েছে।

উল্লেখ্য, এই হাসপাতালটির অধীনে লাহোর শহরের ৪ টি হাসপাতাল ও পাঞ্জাব প্রদেশের মুলতান ও বাহাওয়ালপুর জেলায় দুটি রক্ত সঞ্চালন কেন্দ্র পরিচালিত হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img