আমেরিকাকে পেছনে ফেলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিতে শীর্ষে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। চলতি মাসে ৭.১৪ মিলিয়ন টন প্রাকৃতিক গ্যাস রপ্তানি করেছে দেশটি।
পরিসংখ্যান থেকে জানা যায়, গত মাসের তুলনায় এ মাসে ১১ শতাংশ বেশি গ্যাস রপ্তানি করা হয়েছে কাতারের খনিগুলো থেকে।
কাতার প্রায় ৭৭ শতাংশ আরব দেশগুলোতে গ্যাস রপ্তানি করে থাকে। চলতি বছরে প্রায় ৪৬.৯ মিলিয়ন টন গ্যাস রপ্তানি করে দেশটি।
এ বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রাকৃতিক গ্যাস রপ্তানির ক্ষেত্রে শীর্ষে ছিল আমেরিকা। এ সময়ে দেশটির গ্যাস রপ্তানির পরিমাণ ছিল ৪৯.৬১ মিলিয়ন টন। তবে জুলাই মাসে এসে তা ৪ শতাংশ কমে যায়।