তেহরিকে তালেবান পাকিস্তানের (টিটিপি) নেতা হেদায়েতুল্লাহ আব্দুল হাকিমকে গ্রেফতার করেছে পাকিস্তানের কাউন্টার টেরোরিজম বিভাগের (সিটিডি) গোয়েন্দা শাখা।
শনিবার (১৩ জুলাই) করাচির সাইট টাউন শিল্প এলাকা থেকে তিনি গ্রেফতার হন।
সিটিডি জানায়, সাইট টাউন এলাকায় বিশেষ অভিযানে চাঁদা সংগ্রহের সময় গ্রেফতার হন টিটিপির গুরুত্বপূর্ণ নেতা হেদায়েতুল্লাহ। তার প্রকৃত নাম, মাওলানা আব্দুল হাকিম। তিনি করাচি ও সোয়াত উপত্যকায় নিষিদ্ধ সংগঠনটির শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। তাঁর কাছ থেকে চাঁদার অর্থ ও বই জব্দ করা হয়েছে। তাঁর ভাই কেফায়েতুল্লাহ টিটিপির সোয়াত উপত্যকার প্রধান মাওলানা ফজলুল্লাহর ঘনিষ্ঠ সহচর ছিলেন। সম্প্রতি সোয়াত উপত্যকায় অভিযান পরিচালনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তাঁর বাবা ২০০০ সালে আফগান জিহাদে শহীদ হন।
সিটিডি আরও জানায়, পাঞ্জাবের বিভিন্ন শহরের সাম্প্রতিক অভিযানে এখন পর্যন্ত ২২ জন টিটিপি নেতা ও সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম বিভাগ।
সূত্র: এআরওয়াই নিউজ