লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বাউ হাবিব বলেছেন, ইসরাইল যদি উত্তেজনা বাড়ায় তাহলে বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। যদি যুদ্ধ শুরু হয় তাহলে তা শুধুমাত্র লেবানন এবং ইসরাইলের জন্য ধ্বংসাত্মক হবে না বরং তা প্রতিবেশী জর্দান ও সিরিয়ার জন্যও ধ্বংসাত্মক যুদ্ধ হিসেবে পরিগণিত হবে।
ওয়াশিংটন সফরের সময় আল-মনিটর নিউজ ওয়েবসাইটকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ইসরাইল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দেওয়ার পর তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি লেবাননের ওপর ইসরাইল আগ্রাসন শুরু করে তাহলে তা আঞ্চলিক যুদ্ধের কারণ হবে এবং সেই যুদ্ধে বাইরের পক্ষগুলো জড়িয়ে যাবে। ফলে সব পক্ষের জন্য এই মুহূর্তে সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দেওয়া উচিত।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দক্ষিণ লেবাননের শান্তি ও নিরাপত্তা জাতিসংঘে পাস হওয়া ১৭০১ নম্বর প্রস্তাবের পরিপূর্ণ বাস্তবায়নের ওপর নির্ভর করছে।
তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে এমন যেকোনও পদক্ষেপ বাস্তবায়নের বিষয়ে লেবানন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
সূত্র: পার্সটুডে