ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিদায়ী অর্থবছরে রপ্তানি আয় প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজী।
গতকাল কাবুলে ‘আরো বেশি রপ্তানি-উন্নত অর্থনীতি’ শিরোনামে জাতীয় রপ্তানি দিবস পালন করেছে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। এসময় মন্ত্রী নুরুদ্দিন আজিজী এসব তথ্য প্রদান করেন।
অনুষ্ঠানে, আমদানি ও রপ্তানির উপর ভিত্তি করে বাণিজ্যের গুরুত্ব তুলে ধরেন দেশটির অর্থনীতি বিষয়ক প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল গণি বারাদার।
তিনি বলেন, “আফগানিস্তানের অর্থনৈতিক নীতিমালা দেশটির রপ্তানি বৃদ্ধিতে নেতৃত্ব প্রদান করবে।”
এছাড়াও রপ্তানিকারকদের প্রতি, আফগানিস্তানের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে উন্নত ও আন্তর্জাতিক মানসম্মত পণ্য তৈরীর আহ্বান জানান তিনি।
সূত্র: বাখতার