সোমবার, জুন ২৩, ২০২৫

ইসরাইলের সামরিক কম্পিউটারে ৩০০ কোটি বার সাইবার আক্রমণ

spot_imgspot_img

গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক বাহিনীর কম্পিউটারে মোট ৩০০ কোটি বার সাইবার আক্রমণ চালানো হয়েছে বলে জানা গেছে।

ইসরাইলি সেনাবাহিনীর কেন্দ্রীয় কম্পিউটার এবং তথ্য ব্যবস্থার প্রধান পরিচালক রাচেলি ডেম্বিনস্কির সাক্ষাৎকার থেকে এমনটিই জানিয়েছে দেশটির দৈনিক পত্রিকা হারেৎজ।

তিনি বলেন, “যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কম্পিউটার সিস্টেম এর উপর আক্রমণের সংখ্যা প্রায় ৩ বিলিয়নে পৌঁছেছে। এসব আক্রমণ চালানো হয়েছে সেনাবাহিনীর অপারেশন পরিচালনার প্রধান কম্পিউটিং সিস্টেমের উপর। এতে এমন সব সফটওয়্যার রয়েছে যার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে শত্রুর অবস্থান নির্ণয় ও তাদের উপর আক্রমণ চালানো যায়।”

তিনি আরো বলেন, “প্রতিটি সাইবার আক্রমণই ব্যর্থ হয়েছে।”

উল্লেখ্য, সামরিক কম্পিউটারগুলো এই মুহূর্তে ঠিক কতটা ঝুঁকির মধ্যে রয়েছে অথবা ঠিক কোন ধরনের সাইবার আক্রমণ চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ডেম্বিনস্কি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

সর্বশেষ

spot_img
spot_img
spot_img