বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

গাজ্জায় যুদ্ধাপরাধ ও গণহত্যা বন্ধ করতে হবে : ইরাকের পররাষ্ট্রমন্ত্রী

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসাইন বলেছেন, গাজ্জা উপত্যকায় যুদ্ধাপরাধ ও গণহত্যা যত দ্রুত সম্ভব ও পূর্বশর্ত ছাড়াই বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার (১৩ জুন) বাগদাদে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন এ কথা বলেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি গাজ্জায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানের পুনরাবৃত্তি করে বলেন, ইসরাইল গাজ্জায় তাদের ব্যর্থতার প্রতিক্রিয়া হিসেবে আরও অন্যায় করতে এবং তাদের আগ্রাসনের সুযোগ প্রসারিত করতে পারে। তবে কাউকে স্থিতিশীলতা ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষতি করতে দেওয়া হবে না। এমনকি সামান্য হলেও।

তিনি আরও বলেন, যদি দক্ষিণ লেবাননে হামলা করা হয় তবে এটি সমগ্র অঞ্চলকে প্রভাবিত করবে। যুদ্ধের সম্প্রসারণ একটি বিপদ, শুধু লেবাননের জন্যই নয়, পুরো অঞ্চলের জন্য।

সূত্র: এএফপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img