শনিবার, অক্টোবর ১২, ২০২৪

‘মুভমেন্ট পাস’ লাগবে না সাংবাদিকদের: আইজিপি

করোনা সংক্রমণের ‍উর্ধ্বগতি নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী দেশজুড়ে সর্বাত্মক লকডাউন দিয়েছে সরকার। এ প্রেক্ষিতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ জানিয়েছিলেন, জরুরী চলাচলের জন্য ‘মুভমেন্ট পাস’ লাগবে। তবে এই ‘মুভমেন্ট পাস’ এর আওতামুক্ত থাকবে সাংবাদিকরা।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ‘মুভমেন্ট পাস’ অ্যাপের উদ্বোধনকালে আইজিপি ড. বেনজীর আহমেদ এসব কথা জানান।

আইজিপি বলেন, যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন হবে, তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। এক স্থান থেকে অন্যত্র যাতায়াতের জন্য অফিশিয়াল কিংবা জরুরি প্রয়োজনে ‘মুভমেন্ট পাস’ নিতে হবে। তবে এ ক্ষেত্রে সাংবাদিকরা এই অ্যাপের আওতামুক্ত থাকবে

তিনি বলেন, আমরা আগামীকাল (১৪ এপ্রিল) কাউকে সড়ক-রাস্তাঘাট এবং বাইরে দেখতে চাই না। বিনা প্রয়োজনে কাউকে দেখতে চাই না। আমরা চাপ প্রয়োগের চেয়ে নিজেদের উদ্যোগেই এই দায়িত্ব পালন করব। এসব না মানলে সমগ্র বাংলাদেশকে আইসোলেশনে নিতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img