অবরুদ্ধ গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ’তে নিজস্ব স্বার্থে হামলা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
সোমবার (১২ ফেব্রুয়ারি) লেবাননে হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান এক প্রেস কনফারেন্সে এ মন্তব্য করেন। সেই সঙ্গে এই হামলার তীব্র নিন্দাও জানান তিনি।
হামদান বলেন, “ইসরাইলের ‘নাৎসি সন্ত্রাসী’ খ্যাত প্রধানমন্ত্রীর মতে রাফাহ’তে আক্রমনের মূল উদ্দেশ্য সেখানে যুদ্ধরত হামাস সদস্যের নির্মূল করা। কিন্তু এটি মিথ্যা কথা।”
তিনি আরো বলেন, রাফাহ শহরের রাস্তা, স্কুল ও খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর আক্রমণ চালানোর হুমকি দিয়েছে নেতানিয়াহু।
সূত্র: প্রেস টিভি