সোমবার, মে ২০, ২০২৪

আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলার কোন ভিত্তি নেই: জার্মানি

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা সরকারের দায়ের করা গণহত্যা মামলায় হস্তক্ষেপ করতে যাচ্ছে ইউরোপের অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ জার্মানি।

দেশটির সরকারি মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রেইট এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে তিনি বলেন, “আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ তোলা হয়েছে তা স্পষ্ট ও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে জার্মানি। এই অভিযোগের কোন ভিত্তি নেই।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, “২য় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর দ্বারা ইহুদিদের গণহত্যার কারণে ইসরাইলের জন্য বিশেষ দায়িত্ব বহন করে জার্মানি।”

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিপক্ষে ইসরাইল যে প্রতিরক্ষামূলক যুদ্ধ চালাচ্ছে তাতে সমর্থন অব্যাহত রাখবে জার্মান সরকার।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img