মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

পম্পেওর সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন ইউরোপীয় নেতারা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন ইউরোপের কয়েকজন নেতা। এর ফলে মাইক পম্পেও ইউরোপ সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। এছাড়া জাতিসংঘে নিযুক্ত আমেরিকার একজন কূটনীতিক তাইওয়ান সফর বাতিল করেছেন।

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন শেষ মুহূর্তের দিনগুলো পার করছে তখন এই নজিরবিহীন অপমানের মুখোমুখি হলেন আমেরিকার কর্মকর্তারা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রাসেলসে ন্যাটো বৈঠকের সময় ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী জিন অ্যাসেলবর্নের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু লুক্সেমবার্গের কর্মকর্তারা মাইক পম্পেওর সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ অনুষ্ঠানের ব্যাপারটিতে গুরুত্ব না দেওয়ায় লুক্সেমবার্গ সফর বাতিল করা হয়। শুধু তাই নয়, ব্রাসেলসে ন্যাটো বৈঠকের সময় পম্পেওর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কোনো কর্মকর্তার বৈঠকের কোন সিডিউল নেই।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img