বাগেরহাটে এক কিশোরীকে ৬ মাস আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মোংলা থানার ওসি জানান, নবম শ্রেণির ঐ ছাত্রীকে ৬ মাস আগে তার আত্মীয় শিউলি বেগম ও শারমিন বেগম কাজের কথা বলে মোংলা থেকে শরণখোলায় নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়।
গত ১১ জানুয়ারি মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এরপর সম্প্রতি আবার ঐ কিশোরী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় দুই আত্মীয়সহ ৪ জনের বিরুদ্ধে মঙ্গলবার মামলা করেন ভুক্তভোগী। এরপরপরই ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।