ফিলিস্তিনের গাজ্জায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় ইসরাইলের আরও ৭ সেনা নিহত হয়েছে। গাজ্জার দক্ষিণাঞ্চল খান ইউনিসে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলায় তারা নিহত হোন।
ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজ্জার খান ইউনিস শহরে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত হয়েছে। সোমবার ইসরাইলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর ৫ম ব্রিগেডের ৮১১১তম ব্যাটালিয়নের সৈন্যরা শহরের একটি স্কুলের কাছে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে নিহত হয়।