শুক্রবার | ১৮ জুলাই | ২০২৫

গবেষণা ছাড়া জাতি ও দেশ এগোতে পারে না: রেলমন্ত্রী

spot_imgspot_img

রেলমন্ত্রী মুহাম্মাদ নূরুল ইসলাম সুজন বলেছেন, গবেষণা ছাড়া একটি জাতি বা দেশ এগিয়ে যেতে পারে না। আর গবেষণার মূল হলো বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ দেশ গঠন এবং পৃথিবীর বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় অনন্য ভুমিকা পালন করতে পারে।

রবিবার (১২ ডিসেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভা শেষে সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ আখতারুজ্জামান শতবর্ষ উদযাপনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। আলোচনা সভা শেষে কেন্দ্রীয় খেলার মাঠে জনপ্রিয় ব্যান্ড দলসমূহের পরিবেশনায় কনসার্ট অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img