গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে আফগানিস্তান। ইতিমধ্যে দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ২৫টিতে তীব্র খরা দেখা দিয়েছে।
রবিবার (১২ ডিসেম্বর) খবর দ্য ডিপলোমেট’র সূত্রে এই তথ্য জানা যায়।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরাসহ পানি সংকটে কাহিল হয়ে পড়েছে স্থানীয়রা। এতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শিশুদের। স্থানীয় সময় গত মঙ্গলবার ইউনিসেফ আফগানিস্তানের দুই কোটি চার লাখ মানুষকে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে। ইতিমধ্যে ২০০ কোটি ডলারের জন্য আবেদন জানানো হয়েছে।
পানির সঙ্কটের ফলে শস্য ও গবাদিপশু চরম হুমকির মুখে পড়েছে। এবার রবিশস্যের ফলন গত বছরের তুলনায় ২০ শতাংশ কম হয়েছে। ইতিমধ্যে পানির অভাবে ঘর ছেড়ে দিতে বাধ্য হয়েছেন ৭ লাখ মানুষ।
খরার কারণে আফগান অর্থনীতিও পড়েছে বেশ সঙ্গটে।
বিশ্ব খাদ্য সংস্থা জানায়, ২০২১ সালের প্রথম দিকে শুরু হওয়া অনাবৃষ্টি ও তুষারপাতের জন্য এ সমস্যা ২০২২ সালের আগে শেষ হবে না বলে ভবিষ্যদ্বাণী করেছে।