সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নামে রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
রবিবার (১২ ডিসেম্বর) বগুড়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল আলম বাদী হয়ে মামলাটি করেন।
বিভাগীয় সাইবার আদালতের বিচারক জিয়াউর রহমান মামলাটি আমলে নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। এছাড়া মামলায় উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলালকেও আসামি করা হয়েছে।
মামলার বাদী সাইফুল আলম জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ডা. মুরাদ হাসান ও উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলাল যে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তাতে ক্ষুব্ধ হয়ে তিনি মামলাটি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী ও রাজশাহী বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক পারভেজ জেহাদী বলেন, জাইমা রহমানকে নিয়ে করা মন্তব্য অত্যন্ত কুরুচিপূর্ণ ও অসম্মানজনক। এ কারণে আদালতে তারা মামলাটি করেছেন। আদালত পরে আদেশ দিবেন।
রাজশাহী বিভাগীয় সাইবার আদালতের পিপি অ্যাডভোকেট ইসমত আরা জানান, বিচারক এখনও মামলার নির্ধারিত তারিখ দেননি। তিনি অভিযোগটি আমলে নিয়েছেন। পরবর্তীতে তারিখ দেবেন।