শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

সেনাবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে সেনাবাহিনীকে যুগোপযোগী ও আধুনিক করে গড়ে তোলা হবে। এর পাশাপাশি আধুনিক জ্ঞানসম্পন্ন সশস্ত্রবাহিনী গড়ে তোলা হবে। ২০২১ সাল থেকে ২০৪১ সালের মধ্যে দেশ কিভাবে উন্নত হবে সে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। মুজিববর্ষে দারিদ্র্যের হার ২ শতাংশ কমিয়ে আনা হবে।

শনিবার (১১ ডিসেম্বর) গতকাল নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন রণকৌশল মহড়া পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সশস্ত্রবাহিনীর সদস্যরা বিশ্বের দেশে দেশে শান্তি প্রতিষ্ঠা করে চলেছে। জাতিসঙ্ঘের বিভিন্ন প্রোগ্রামে গেলে তাদের প্রশংসা শুনতে পাই। সমরাস্ত্রের দিক থেকে তারা যেন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে সেভাবে আমরা তাদের গড়ে তুলেছি। সশস্ত্রবাহিনীকে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন হিসেবে গড়ে তুলছি।

প্রধানমন্ত্রী বলেন, জাহাজ্জার চরকে সেনাবাহিনী সত্যিকারার্থেই স্বর্ণদ্বীপে পরিণত করছে। আমাদের সুশৃঙ্খল ও পেশাদার সশস্ত্রবাহিনীর সদস্যদের দেশমাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৩ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে গড়ে ওঠা স্বর্ণদ্বীপের সুপরিকল্পিত ব্যবহার দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়ে স্বর্ণদ্বীপের প্রশিক্ষণসুবিধা সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বিত অংশগ্রহণে অনুষ্ঠিত আজকের মহড়া দেখে আপনাদের প্রতি আমার আস্থা আরো সুদৃঢ় হয়েছে। সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের প্রদর্শিত এই মহড়া সেনাবাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বের প্রতিফলন, যা একটি আধুনিক ও শক্তিশালী সেনাবাহিনীর উৎকৃষ্ট দৃষ্টান্ত। মহড়া অনুষ্ঠানে সেনা, নৌ এবং বিমান বাহিনীর ঊর্র্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্বর্ণদ্বীপ নামের এই দ্বীপটি বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রতি বছর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সেনাবাহিনী সদস্যরা এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণে অংশ নেন। এ পর্যন্ত ৩৫ হাজার সেনাসদস্য প্রশিক্ষণসুবিধা পেয়েছে। জাতিসঙ্ঘ মিশনে যাওয়ার পূর্বে প্রাক-মোতায়েন প্রশিক্ষণেও স্বর্ণদ্বীপ ব্যবহৃত হচ্ছে।

ইউএনবি জানায়, দুর্নীতি, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের হাত থেকে মুক্ত করে বাংলাদেশকে আরো উন্নত দেশ হিসেবে গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন,আমরা দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং দুর্নীতি, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের হাত থেকে মুক্ত করতে চাই।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img