অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বিশ্ব পরাশক্তিদের মধ্যকার ‘শীতল যুদ্ধ’ থেকে নিজের দেশকে বাঁচাতে নতুন ঘোষণা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি বলেন, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার শীতল যুদ্ধে পাকিস্তান মার্কিন বলয়ে ছিল; তবে তার দেশ এখন আর সেরকম যুগে ফিরে যেতে চায় না। পাকিস্তান এ ধরনের বলয়ের আবির্ভাব ঠেকাতে চেষ্টা চালিয়ে যাবে বলে ঘোষণা দিলেন ইমরান খান।
শনিবার (১১ ডিসেম্বর) রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে তিন এই ঘোষণা দেন।
তিনি বলেন, বিশ্বে যাতে আবার শীতল যুদ্ধ ফিরে আসতে না পারে সেজন্য তার দেশ আমেরিকা ও চীনের মধ্যে উত্তেজনা কমাতে সাহায্য করতে চায়।
ইমরান খান বলেন, চীন ও আমেরিকার মধ্যকার দ্বন্দ্ব আরেকটি শীতল যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে এবং নতুন নতুন বলয় গড়ে উঠছে।